Rose Good Luck স্বৈরিণী জনপদে Rose Good Luck

লিখেছেন লিখেছেন মামুন ০৩ মার্চ, ২০১৫, ০৮:৪৭:১৮ সকাল

স্বৈরিণী জনপদে

Star Star Star Star Star

.

এখনো বেঁচে আছি

অন্ধকারকে বুকে নিয়ে

এই শহরে!

অবাক হই যখন

নিজেই শুনি লাশকাটা ঘরে

নিজের হৃদস্পন্দন!

সময়ের স্তিমিত ভেলায় চড়ে

জীবিত হাজারো লাশেদের ভিড়ে

অবাহ্নিত এই নগরে।

.

স্বপ্নের তন্দ্রালু সোপান বেয়ে

বিষন্ন সন্ধ্যাগুলোর অবহেলায় গড়িয়ে যাওয়ায়

রক্তিম ঊষর সিথির সিঁদুর হতে আরো বর্ণময়!

রাতের আঁধার থেকে কিছু অন্ধকার চুরি করে

পথ হাঁটি আজো

এই স্বৈরিণী জনপদে।

.

নষ্ট সময়ের নিঃশ্বাসে বিশ্বাসে

এক মৌন প্রজাপতির

নির্মোহ কঠোরতায় আজো জেগে আছি

এক ধর্ষিত পরবাসে।

.

এখনো বেঁচে থাকা

আঁধারের বুক চিরে ধুমকেতু হব বলে।

নতুন একটি দিনের সূচনা সংগীতের

কম্পমান লহরী হতে চেয়ে

আজো বেঁচে আছি

কুহকী উর্ণনাভ জালের

এই নিষিদ্ধ নগরীতে।।

বিষয়: সাহিত্য

৮৪৭ বার পঠিত, ৭ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

307017
০৩ মার্চ ২০১৫ দুপুর ১২:০৮
মাহবুবা সুলতানা লায়লা লিখেছেন : মনের দুঃখ দেখার কেউ নেই আল্লাহ ছাড়া। তাই সকল চাওয়া-পাওয়া তার দরবারেই পেশ করেছি। ভালো লাগলো বরাবরের মতই.....।
ধারাবাহিক লেখাগুলো আবারও পোস্ট করেন প্লিজ! খুবই মিস করছি আপনার সেই লেখা।
আপনার শুকরিয়া নিয়মিত লেখা পোস্টের জন্য।
০৩ মার্চ ২০১৫ দুপুর ০২:৪৪
248400
মামুন লিখেছেন : বইমেলার জন্য ৩৪ পর্বের পরে আর লেখা হয়নি। আবারো শুরু করবো খুব দ্রুত ইনশা আল্লাহ।
সুন্দর অনুভূতি রেখে গেলেন। অনেক ভালো লাগল।
জাজাকাল্লাহু খাইর।Good Luck Good Luck
307021
০৩ মার্চ ২০১৫ দুপুর ১২:৪৮
অষ্টপ্রহর লিখেছেন : অসাধারণ লাগলো! অনেক ধন্যবাদ।
০৩ মার্চ ২০১৫ দুপুর ০২:৪৪
248401
মামুন লিখেছেন : অনুভূতি রেখে গেলেন, অনেক ধন্যবাদ ভাই। ভালো থাকুন।Good Luck Good Luck
307039
০৩ মার্চ ২০১৫ দুপুর ০২:২৭
মোতাহারুল ইসলাম লিখেছেন : জনপদের আর কি দোষ? জনপদ যারা নিয়ন্ত্রণ করে দোষ তো তাদের। খুব ভালো লাগল।
০৩ মার্চ ২০১৫ দুপুর ০২:৪৫
248402
মামুন লিখেছেন : ভালো বলেছেন। জনপদের নিয়ন্ত্রকরাই এটিকে নষ্ট করে ফেলছে।
অনুভূতি রেখে যাবার জন্য অনেক ধন্যবাদ।
জাজাকাল্লাহু খাইর।Good Luck Good Luck
307054
০৩ মার্চ ২০১৫ দুপুর ০২:৫৯
সন্ধাতারা লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু শ্রদ্ধেয় সুহৃদ মামুন ভাইয়া। দারুণ ভালো লাগলো লিখাটি। জাজাকাল্লাহু খাইর।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File