স্বৈরিণী জনপদে
লিখেছেন লিখেছেন মামুন ০৩ মার্চ, ২০১৫, ০৮:৪৭:১৮ সকাল
স্বৈরিণী জনপদে
.
এখনো বেঁচে আছি
অন্ধকারকে বুকে নিয়ে
এই শহরে!
অবাক হই যখন
নিজেই শুনি লাশকাটা ঘরে
নিজের হৃদস্পন্দন!
সময়ের স্তিমিত ভেলায় চড়ে
জীবিত হাজারো লাশেদের ভিড়ে
অবাহ্নিত এই নগরে।
.
স্বপ্নের তন্দ্রালু সোপান বেয়ে
বিষন্ন সন্ধ্যাগুলোর অবহেলায় গড়িয়ে যাওয়ায়
রক্তিম ঊষর সিথির সিঁদুর হতে আরো বর্ণময়!
রাতের আঁধার থেকে কিছু অন্ধকার চুরি করে
পথ হাঁটি আজো
এই স্বৈরিণী জনপদে।
.
নষ্ট সময়ের নিঃশ্বাসে বিশ্বাসে
এক মৌন প্রজাপতির
নির্মোহ কঠোরতায় আজো জেগে আছি
এক ধর্ষিত পরবাসে।
.
এখনো বেঁচে থাকা
আঁধারের বুক চিরে ধুমকেতু হব বলে।
নতুন একটি দিনের সূচনা সংগীতের
কম্পমান লহরী হতে চেয়ে
আজো বেঁচে আছি
কুহকী উর্ণনাভ জালের
এই নিষিদ্ধ নগরীতে।।
বিষয়: সাহিত্য
৮৪৭ বার পঠিত, ৭ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
ধারাবাহিক লেখাগুলো আবারও পোস্ট করেন প্লিজ! খুবই মিস করছি আপনার সেই লেখা।
আপনার শুকরিয়া নিয়মিত লেখা পোস্টের জন্য।
সুন্দর অনুভূতি রেখে গেলেন। অনেক ভালো লাগল।
জাজাকাল্লাহু খাইর।
অনুভূতি রেখে যাবার জন্য অনেক ধন্যবাদ।
জাজাকাল্লাহু খাইর।
মন্তব্য করতে লগইন করুন